বিমলেন্দু ভৌমিক মেমোরিয়াল ট্রাস্ট এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা প্রদান ও ছাতা আঁকো প্রতিযোগিতা।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিনেশ্বর:- জীব সেবাই শিব সেবা। এই মহান উক্তিকে স্মরণে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের কর্মীদের মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করতে বলেছেন। সেই আদর্শকে সামনে রেখেই কামারহাটি পৌরসভার সিআইসি সদস্য অরবিন্দ ভৌমিকের উদ্যোগে হয়ে গেল বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ অনুষ্ঠান।
বিমলেন্দু ভৌমিক মেমোরিয়াল ট্রাস্ট ও ইনার হুইল ক্লাব ও হাইল্যান্ড পার্কের যৌথ উদ্যোগে রবিবার দক্ষিনেশ্বর নিবেদিতা কলোনীতে হল সমগ্র অনুষ্ঠান। সমস্ত শিবিরটি পরিচালনা করে এমপি বিড়লা আই ফাউন্ডেশন।এই অনুষ্ঠানে প্রান্তিক শিশুদের জন্য ছিল এক অভিনব ছাতা আঁকো প্রতিযোগিতা। যেখানে প্রায় শতাধিক ছেলে মেয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সকলেই এই অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *