সাবেকী রীতি মেনে রাজনগর নাকাশ দাসপাড়ায় মনসা পুজো, দূর দূরান্ত থেকে ভক্তদের ভিড়।

বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- জেলার একটি প্রাচীন ঐতিহাসিক কেন্দ্র হলো রাজনগর৷ এখানকার বিভিন্ন অঞ্চলে সাবেকী প্রথায় মনসা পুজোর প্রচলন রয়েছে আজও৷
বীরভূম জেলা রাজনগর ব্লক ও গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নাকাশ দাসপাড়ায় সাবেকী রীতি মেনে এবারও মনসা পুজোর আয়োজন করা হয়৷ এই গ্রামে প্রাচীন মনসা মন্দির যেমন রয়েছে, পাশেই রয়েছে ব্রহ্মচারী ও মা ছিন্নমস্তার থান৷ প্রতি বছর পয়লা ভাদ্র জেলা, রাজ্য এমনকি পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ডের বিভিন্ন স্থান থেকে ভক্তরা এসে ভোর থেকে ভিড় করেন৷ এবারও একই চিত্র লক্ষ্য করা যায়৷ মন্দিরের পূজারী নাকাশ দাসপাড়ার বাসিন্দা কেশবচন্দ্র দাস বলেন, ” প্রতি বছর পয়লা ভাদ্র ভোর থেকে ভক্তরা ভিড় করেন৷ কয়েকদিন ধরে পুজো সহ একাধিক ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয়৷ ভক্তদের যথেষ্ট বিশ্বাস রয়েছে৷ তাই তাঁরা পুজো দিতে আসেন এখানে৷ সপ্তাহের নির্দিষ্ট দিনগুলিতেও পুজো করা হয়৷” স্থানীয়দের পাশাপাশি জেলার বিভিন্ন এলাকা থেকে ও ঝাড়খন্ড থেকে আসা কয়েকজন ভক্ত বলেন, ” আমরা বহু উপকার পেয়েছি এই ধর্মীয় স্থানে এসে৷ তাই বছরের এই নির্দিষ্ট দিনে আবারও পুজো দিতে মানসিক শোধ করতে এসেছি৷” কেউ কেউ বলেন, “লোক মুখে আগে অনেক কথা ও মাহাত্ম্যের কাহিনী শুনেছি দেবত্র এই স্থানটি সম্পর্কে৷ তাই বহু দূর থেকে সকাল সকাল এসে পৌঁছেছি এখানে৷” তাঁরা বলেন,প্রাচীন এই মন্দিরের বর্তমান পূজারী কেশব বাবুর মাধ্যমে বিভিন্ন দিক থেকে নানা উপকার পেয়েছি৷ পবিত্র এই স্থানটির ক্ষেত্রে অগাধ বিশ্বাস রয়েছে আমাদের৷ ১লা ভাদ্র পুজোয় ব্যস্ত থাকা সত্বেও তারই মাঝে মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান মন্দিরের পূজারী৷ভক্তদের প্রত্যাশা, আগামীতে এই স্থানটি আরও সুপ্রসিদ্ধ হয়ে উঠবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *