ফুলাহার নদীর ভাঙনে ট্রাক্টর- বোলেরো তলিয়ে, আতঙ্কে মানিকচক ব্লক।

নিজস্ব সংবাদদাতা, মালদা—- কথায় আছে নদীর পাড়ে বাস চিন্তা বারো মাস। তাই এখন নদী পারের বাসিন্দারা ভাঙ্গনের আতঙ্কে দিন কাটাচ্ছেন। সোমবার ভোরে আচমকা ফুলাহার নদীর ভাঙনে তলিয়ে গেল ট্রাক্টর ও বুলেরো গাড়ি। মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেল কয়েকশো মিটার নদীর পার। বাঁধ ছুঁয়ে বইছে এখন ফুলাহার নদীর জল । আর এমন পরিস্থিতিতে ব্যাপক চাঞ্চল্য মালদার মানিকচক ব্লকের মথুরাপুর শংকরটোলা ঘাট এলাকায়। স্থানীয়দের অভিযোগ প্রশাসনের অবহেলায় বাড়িঘর হারাতে বসেছে বহু পরিবার। আর বাঁধ ভাঙলে গোটা মানিকচক ব্লক এলাকা প্লাবিত হবে। সোমবার দুর্যোগে আতঙ্ক পরিস্থিতি সৃষ্টি হয়েছে মথুরাপুর এলাকা জুড়ে। নদীর জলস্তর বৃদ্ধি পেলেও এমন ভাঙ্গন আগে দেখেনি এই এলাকার বাসিন্দারা বলে অভিযোগ । নদীর তীরবর্তী এলাকায় রাখা ছিল ট্রাক্টর একটি ও একটি বোলেরো গাড়ি। ভাঙনের তীব্রতা হঠাৎ মুহূর্তের মধ্যে নদীগর্ভে সে যানবাহন গুলি তলিয়ে গেছে।প্রশাসনের বিরুদ্ধে নজরদারির অভাবের সাথে অবহেলার অভিযোগ তুলছেন স্থানীয়রা। ইতিমধ্যে ভাঙ্গনের বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্রুততার সাথে ভাঙ্গন আটকাতে প্রশাসন বালির বস্তা ফেলে কাজ শুরু করেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে সরিয়ে আশ্রয় দেওয়ার তোড়জোড় শুরু করেছে প্রশাসন।তরিঘরি ভাবে ধরনের পদক্ষেপ নেওয়া যায় সমস্তটা আপৎকালীন পরিস্থিতিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে, জানিয়েছেন মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিংকি মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *