মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – —- মালদা নালাগোলা রাজ্য সড়কে কেন্দ পুকুর এলাকায় রাস্তা থেকে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ।রবিবার রাতে মালদা নালাগোলা রাজ্য সড়কের এক বেসরকারি বাসের ড্রাইভার বাস নিয়ে নালাগোলা যাওয়া সময় কেনপুকুর এলাকায় রাস্তায় জমা জলে হঠাৎই দেখতে পান একটা কচ্ছপ সে মুহূর্তে বাস চালক কচ্ছপ থেকে উদ্ধার করে নালাওয়ালা নিয়ে যায়।রাতেই কচ্ছপটি বিরল প্রজাত দেখে বুঝতে পারেন রাতেই বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ না হওয়ায়। সোমবার সকালে ওই বিরল প্রজাতির কচ্ছপটিকে, সুস্থভাবে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়।নালাগোলা স্থানীয় বাসিন্দা মানষ গোস্বামী জানান, বিরল প্রজাতির কচ্ছপটি বাস চালক পেয়ে ছিলেন,সেই বিরল প্রজাতির কচ্ছপটি কে নালাগোলা বাস স্ট্যান্ডে সুরক্ষিত ভাবে রাখা হয় রাতে। সোমবার সকালে বনদপ্তরের সাথে যোগাযোগ করে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।এই বিরল প্রজাতির কচ্ছপটি নাম Indian Flapshell Turtle নামে পরিচিত।
মালদার নালাগোলা রাজ্য সড়কে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ।

Leave a Reply