নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২০ আগষ্ট: – শ্রমজীবীদের ন্যায্য দাবিতে বালুরঘাট থানা কমিটির অন্তর্গত সারা ভারত কৃষক সভা, ক্ষেত মজুর ইউনিয়ন, সি আই টি ইউ এর কর্মীগন যৌথ ভাবে বালুরঘাট বিডিও অফিসে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দিলো বুধবার । গ্রামীণ রোজগার যোজনায় দুইশো দিনের কাজ, ফসলের লাভজনক দাম, সারের কালোবাজারি বন্ধ করা, বে আইনি বর্গাদার উচ্ছেদ বন্ধ করা, গ্রামীণ রাস্তাঘাট সংস্কার করা সহ পনেরো দফা দাবিতে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে কয়েকশো শ্রমজীবী মানুষ মিছিল করে বালুরঘাট বিডিও অফিসে জমায়েত হয়ে বিক্ষোভ দেখায়। এদিন বালুরঘাটের বিক্ষোভ সহ ডেপুটেশনে উপস্থিত ছিলেন কৃষক নেতা পরিমল সরকার, শ্রমিক নেতা কালিপদ ব্যানার্জি, ক্ষেত মজুর নেতা অ্যাণ্টনি তিরকী প্রমুখ।
বালুরঘাটে শ্রমজীবীদের ১৫ দফা দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন।

Leave a Reply