
oplus_2
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ঘাটাল মহকুমার কাশীগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিশুসংসদ এর মন্ত্রীরা চন্দ্রকোনা -১ চক্র অফিসে বিদ্যালয়ের সুদৃশ্য বাগান থেকে বাহারী গাছপালা নিয়ে গিয়ে চক্র অফিস চত্বরের সৌন্দর্য্য বর্ধনের কাজ শুরু করলো। S. I .S শ্রী কৌশিক ঘোষ কাশীগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের বাগান দেখে সবসময় প্রশংসা করেন, S I S স্যার কে কাশীগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দরা SIS অফিস চত্বরে গাছ লাগানোর জন্য আবেদন করেন , নিজেরাই ঐ গাছ লাগানোর কাজ ও পরিচর্যা করার কথা জানান ,কাশীগঞ্জ বিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য বিদ্যালয় চাইলে তাদেরও গাছ দিয়ে সাহায্য করতে চাই বলে জানান কাশীগঞ্জ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ।মহকুমার সমস্ত বিদ্যালয় সুন্দর হয়ে উঠুক এই লক্ষ্য নিয়ে পথচলা শুরু করলেন কাশীগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা।
Leave a Reply