দাসপুরে জন্ম নিলো বিরল প্রজাতির বাছুর, জন্মের পরপরই মৃত্যু।

দাসপুর, নিজস্ব সংবাদদাতা:- একটি বিরল প্রজাতির বাছুর জন্ম নিলো দাসপুর থানার অন্তর্গত সরবেরিয়া গ্রাম পঞ্চায়েত দেবকুল এলাকায় কিন্তূ একটি দুঃখজনক সংবাদ বাছুর টি মারা যায় জন্মের পর জানা যায় দুটো মাথা ছটা লেজ ও চারটে পা যুক্ত ছিল বাছুরটির, ঘটনা বাড়ির গৃহকর্তা আত্মীয় বাড়ি গিয়েছিল তখন দেখে গিয়েছিল গরুটি সুস্থ সবল ছিল এবং গাভিন, এবং পরে গিহকর্তা বাড়িতে ফিরতেই দেখতে পায় গরুটি ছটফট করছে এবং ব্যথা যন্ত্রণায় গৃহকর্তা তৎক্ষণার ডাক্তার ডাকে এরপর গরুটির বাচ্চা বাছুর হয় হঠাৎ ডাক্তার বাবুসহ বাড়ির সকলেই চমকে উঠে দেখতে পেয়ে সেই বাছুর টি বিরল প্রজাতির দুটো মাথা ছোটা পা ও চারটে লেজ যুক্ত এবং বাছুরটি হোয়ার কিছুক্ষণের মধ্যেই মারা যায় ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *