কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- সল্টলেকে একে ১৩৬ নাম্বার বাড়ির গাড়িটি বাড়ির কাছেই পার্ক করা ছিল। রাতের বেলায় সেই গাড়ি আনতে যায় হাইকোর্টের আইনজীবী সৌরিন্দ্র নারায়ণ রায়। অভিযোগ সেই সময় সিভিল ড্রেসে পুলিশ এসে ঝামেলা করে এবং তাকে মারধর করে। অভিযোগ সেই খবর পেয়ে যখন তার হাইকোর্টের প্রাক্তন আইনজীবী বাবা মানুজেন্দ্র নারায়ণ রায় গেলে তাকেও মারধর করে।মারধরের ফলে দুজনেই আহত হয়।মানুজেন্দ্র নারায়ন রায় কোমরে আঘাত লাগে। তাকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনায় রাতেই বিশাল পুলিশ ঘটনাস্থলে আসে।ইতিমধ্যেই বিধান নগর পূর্ব থানায় অভিযোগ জানানো হয়েছে। মূলত একটি গাড়ি রাখা কে কেন্দ্র করে এই গন্ডগোল গাড়িটি বাড়ি থেকে ২০০ মিটার দূরে দাঁড় করানো ছিল। রাত হতেই সৌরিন্দ্র নারায়ণ রায় গাড়িটি নিতে আসে সে সময় পুলিশ এর সঙ্গে বচশা শুরু হয়। সূত্রের খবর পুলিশ তাকে জিজ্ঞাসা করে এখানে এত রাতে কি করছো সহ একাধিক প্রশ্ন সেই নিয়েই শুরু হয় বচশা। তারপরেই মারধরের অভিযোগ। আহত এম এন রায়ের স্ত্রী ববিতা রয়ের দাবি এম অ্যান্ড্রয়েড পুলিশ মদ্যপ অবস্থায় ছিল।
পার্কিং কে কেন্দ্র করে মারধরের অভিযোগ বিধান নগর পূর্ব থানার পুলিশ এর বিরুধ্যে, সল্টলেকের ১৩৬ নাম্বার বাড়ির ঘটনা।

Leave a Reply