“সুকান্ত শুধু বিভাজনের রাজনীতি করেছেন” — গঙ্গারামপুরে তৃণমূলের সভায় আক্রমণ পূর্ণেন্দু বসুর।

গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা :- সুকান্ত কে ভোট দেওয়ার কোনো মানেই হয় না। কারন তিনি তার লোকসভা কেন্দ্রের জন্য কোনো কাজ করে নি ,যা করেছে সেটা শুধু বিভাজনের রাজনীতি। মানুষে মানুষে কিভাবে বিভাজন করা যায় এটাই তার একমাত্র কাজ। আমরা এইসব বিষয় খুব বেশি গুরুত্ত্ব দেয় না। গঙ্গারামপুরে দলীয় সভাতে এসে এই ভাষাতে বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কে আক্রমণ করলেন কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু। এদিন বুথ স্তরে সংগঠনকে মজবুত করতে বিশাল সমাবেশ করে সভা করল দক্ষিণ দিনাজপুর জেলা কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সভার আয়োজন করা হয় গঙ্গারামপুর শহরের রবীন্দ্র ভবনে। সমাবেশের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু। পাশাপাশি এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল, কুশমন্ডির বিধায়ক রেখা রায়,দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা,জেলা তৃণমূল কংগ্রেস নেতা তথা গঙ্গারামপুর পুরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস,জেলা কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি শাহেনশাহ মোল্লা,জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি স্নেহলতা হেমরম,ডিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাঁসদা,জেলা শিক্ষক নেতা সুব্রত মুখার্জি,বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র,বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপার্সন কমল সরকার প্রমুখ । এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সভার সূচনা করেন কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু। সভা ঘিরে রবীন্দ্রভবনে উপচে পড়ে ভিড়।, তৃণমূল কর্মীদের মধ্যে যথেষ্ট আনন্দ উদ্দীপনা লক্ষ করা যায়।জেলার প্রতিটি এলাকাথেকে প্রচুর মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা সভায় অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *