পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বাড়িতে ধাক্কা একটি ১০ চাকা লরির,ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের আঁধারনয়নের মল্লিকপাড়া এলাকায়, স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যার পর চন্দ্রকোনারোড-ঘাটালগামী রাজ্য সড়কে এই দুর্ঘটনাটি ঘটে, তবে সেই সময় ওই বাড়িতে কেউ না থাকার কারণে কোন হতাহতের ঘটনা ঘটেনি, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বাড়িতে ধাক্কা লরির, চাঞ্চল্য আঁধারনয়নের মল্লিকপাড়াতে ।

Leave a Reply