দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুরের তিওর এলাকায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন বৈদ্যনাথ ঘোষ নামে এক ব্যক্তি। শুক্রবার দুপুরে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় বালুরঘাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে। পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন ধরেই ঋণের চাপে অবসাদগ্রস্ত ছিলেন তিনি। সেই কারণেই বৈদ্যনাথবাবু আত্মঘাতী হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। হঠাৎ তাঁর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
ঋণের চাপে অবসাদগ্রস্ত, তিওড়ে ফাঁস দিয়ে আত্মঘাতী বৈদ্যনাথ ঘোষ।

Leave a Reply