দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে দুনীর্তির অভিযোগ সহ ঘু ঘু-র বাসা ভাঙতে এবার সরব হলেন খোদ শাসক দলের নেতা কর্মী ও জন প্রতিনিধিরা। ঘটনার ব্যাপক শোরগোল পড়ল গঙ্গারামপুর জুড়ে।
গঙ্গারামপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে দালাল চক্র সহ একাধিক অভিযোগ উঠেছে বহুবার। জমির কাগজ করতে এসে গ্রামের সাধারণ মানুষকে দালাল চক্রের খপ্পড়ে পড়ে হাজার হাজার টাকা খেয়াতে হচ্ছে বলে অভিযোগের শেষ নেই। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কাজ কর্ম নিয়ে আগেই ক্ষোভ প্রকাশ করে ছিলেন বিরোধীরা। এবার গঙ্গারামপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শাসক দলের নেতা কর্মী ও জন প্রতিনিধিরা। শুক্রবার জেলা পরিষদের সদস্য তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেস সভাপতি মৃণাল সরকার গ্রাম পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের জন প্রতিনিধিদের সঙ্গে নিয়ে গঙ্গারামপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে আসেন। ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের সঙ্গে দেখা করে বেশ কয়েকটি বিষয় উল্লেখ করে দালাল রাজ বন্ধ সহ অফিস ক্যাম্পাসে সিসি ক্যামেরা লাগানোর কথা জানান। খোদ শাসক দলের নেতা কর্মী ও জন প্রতিনিধিরা ভূমি সংস্কারের বিরুদ্ধে সরব হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গঙ্গারামপুর জুড়ে। এদিন মৃণাল বাবুর সঙ্গে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে হাজির ছিলেন গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকার সহ বেশ কয়েকজন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। এবিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা পরিষদের সদস্য তথা তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি মৃণাল সরকার বলেন।
গঙ্গারামপুর ভূমি দপ্তরে দালাল চক্রের বিরুদ্ধে সরব শাসক দলের নেতাকর্মীরা।

Leave a Reply