কৌশিকী অমাবস্যায় ভক্তসমাগমে মুখরিত বোল্লা রক্ষা কালী মন্দির।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বোল্লা রক্ষা কালীর ভক্তদের কাছে কৌশিকী অমাবস্যা অশুভ শক্তি বিনাশের এক মহাতিথি। ভাদ্র মাসের এই অমাবস্যা উপলক্ষ্যে আজ সকাল থেকেই হাজার হাজার ভক্ত সমবেত হন বোল্লা রক্ষা কালী মন্দিরে। ভিড় সামলাতে পুলিশি নজরদারি ও কমিটির সদস্যরা সক্রিয় ছিলেন। মন্দির প্রাঙ্গণে ঢাকের বাদ্য, ধূপ-ধুনোর গন্ধ ও পূজারীর ধ্বনিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

প্রতি শুক্রবারই বোল্লা কালী মন্দিরে অন্নভোগ হয়, তবে আজ অমাবস্যা উপলক্ষ্যে অন্নভোগের পাশাপাশি বিশেষ পূজার আয়োজন হয়। সন্ধ্যেতে বিশেষ আরতি ও যজ্ঞ অনুষ্ঠিত হয়। এদিনের অন্যতম আকর্ষণ ছিল এক ভক্তের বিশেষ দান—তিনি প্রায় সত্তর ভরি ওজনের রূপোর কুলাহার নিবেদন করেছেন মায়ের উদ্দেশ্যে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা। ভক্তের ইচ্ছা ছিল বহুদিন ধরে, আজ কৌশিকী অমাবস্যার দিনে তা পূর্ণ হলো।

বিশ্বাস করা হয়, এই তিথি অশুভ শক্তি বিনাশের প্রতীক। তন্ত্রসাধকদের কাছেও কৌশিকী অমাবস্যা বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এদিনের সাধনায় তন্ত্রশক্তি সহজে সিদ্ধ হয়। ফলে দিনটি ভক্তি, সাধনা ও পূজার এক অনন্য সমন্বয়।

সকাল থেকে শুরু হওয়া পূজারীতি চলবে সারাদিন ধরে এবং বিশেষ যজ্ঞ ও আরতির মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে পূজোৎসবের। ভক্তদের বিশ্বাস, এই দিনে দেবী রক্ষা কালী ও দেবী কৌশিকীর কৃপা প্রার্থনা করলে জীবনের অশুভ শক্তি বিনাশ হয় ও শুভ শক্তির সঞ্চার ঘটে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *