নিজস্ব সংবাদদাতা, মালদা—-কোর্টের রায়ে এক ব্যক্তির রায়তি জমির সামনে পিডব্লডির জায়গা থেকে জবরদখলমুক্ত উচ্ছেদ অভিযান চালাল প্রশাসন। এমনই উচ্ছেদ অভিযানের ছবি নজরে এল মালদার হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চলের কৃষ্ণনগর বুড়িতলা এলাকায়। জানা গেছে, ওই এলাকার বাসীন্দা দিবাকর মন্ডলের বাড়ির সামনে রয়েছে পিডব্লউডির জায়গা। সেই পিডব্লউডির জায়গাতেই দীর্ঘ কয়েক দশক ধরে শম্ভু এবং সঞ্জয় সাহা নামে দুই ভাইয়ের পরিবারের ঘরবাড়ি তৈরি করে বসবাস করছিলেন। অভিযোগ এই কারণে সমস্যা পড়ছিলেন দিবাকর মন্ডলের পরিবার। তাদের রায়তি জায়গায় যেতে হচ্ছিল সামান্য তিন ফুটের এক গলি দিয়ে। এনিয়ে পিডব্লউডির জায়গা জবরদখলকারীদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরেই গণ্ডগোল চলছিল। শেষমেশ দিবাকর মন্ডল তার জায়গার সামনে পিডব্লউডির জায়গা জবরদখলমুক্ত করতে কোর্টের দ্বারস্থ হন। সম্প্রতি কোর্টের রায় তাদের পক্ষে যায় বলে খবর। সেই রায়ের ভিত্তিতে হবিবপুর থানার আইসি শোভন কর্মকার, হবিবপুরের জয়েন্ট বিডিও মলয় পাল সহ পিডব্লউডি দপ্তরের আধিকারিকরা বুল ডোজার নিয়ে ঘটনাস্থলে হাজির হন এবং পিডব্লউডির জায়গা থেকে জবরদখলমুক্ত উচ্ছেদ অভিযান চালান বলে খবর। যাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হয়। যদিও বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।, তবে এই দুই অসহায় পরিবার ভূমিহীন বলে জানা গেছে দিন খাটে দিন খায়, উচ্ছেদের পর এরা কোথায় থাকবে সিই নিয়ে প্রশ্ন রয়ে গেছে।
মালদার হবিবপুরে কোর্টের নির্দেশে পিডব্লউডির জমি থেকে উচ্ছেদ অভিযান।

Leave a Reply