এক দিনে ক্রীড়া, সংস্কৃতি ও সমাজসেবার একাধিক মঞ্চে জনদরদী জননেতা অরূপ রায়।

হাওড়া, নিজস্ব সংবাদদাতা :- ভারতের জাতীয় ক্লাব মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সমর্থক গোষ্ঠী “মেরিনার্স অন সাইড”-এর উদ্যোগে হাওড়া শরৎ সদন (১) প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হলো “মেরিনার্স অন সাইড ফিয়েস্তা ১.০”। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ও হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন শ্রী অরূপ রায়।

সেখানে উপস্থিত ক্লাব সদস্য, সমর্থক ও কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সর্বভারতীয় ক্ষেত্রে অর্জিত গৌরব— আই.এস.এল লীগ শিল্ড ও কাপ, কলকাতা প্রিমিয়ার হকি লীগ সহ বিভিন্ন বয়সভিত্তিক ফুটবল প্রতিযোগিতায় সাফল্যের জন্য অভিনন্দন জানান। আগামী মরসুমেও এই গৌরব বজায় থাকুক, সেই কামনাও করেন তিনি।

এছাড়া, ইন্টারাক্ট ক্লাব অফ যোগা হেল্থ কেয়ার–এর উদ্যোগে অনুষ্ঠিত “সারা বাংলা যোগাসন ক্রীড়া প্রতিযোগিতা–২০২৫”-এর শুভ উদ্বোধন করেন মন্ত্রী অরূপ রায়। উদ্বোধনী ভাষণে তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের উৎসাহ দেন ও তাঁদের সুস্থ ভবিষ্যতের কামনা করেন।

অন্যদিকে, হাওড়া জেলার সুপরিচিত সাংস্কৃতিক সংগঠন বি.এস.পি.জি-এর বর্ষপূর্তি উপলক্ষে দুস্থ শিল্পীদের সাহায্যার্থে আয়োজিত “সঙ্গীত মহামিলন উৎসব ২০২৫” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। উদ্যোক্তাদের প্রশংসা করে এবং উপস্থিত সুধীজনকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন অরূপ রায়।

এক দিনে একাধিক ক্রীড়া, সংস্কৃতি ও সমাজসেবামূলক অনুষ্ঠানে উপস্থিত থেকে সাধারণ মানুষের হৃদয়ে আবারও ছাপ ফেললেন আধুনিক হাওড়ার উন্নয়নের পথিকৃৎ, সর্বজন শ্রদ্ধেয় জনদরদী জননেতা শ্রী অরূপ রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *