মুখ্যমন্ত্রীর সফরের আগে বর্ধমানে বড় পদক্ষেপ, সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারে এএসআই সাসপেন্ড।


বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্ধমান সফরের ঠিক আগে বড় পদক্ষেপ নিল জেলা পুলিশ। সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে এক এএসআইকে সাসপেন্ড করে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

অভিযোগ। খবর সংগ্রহে গেলে ওই অফিসার সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণ করেন। মুহূর্তের মধ্যেই সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। যদিও ভিডিওর সত্যতা এখনও যাচাই করা হয়নি, তবে অভিযোগের ভিত্তিতেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অর্ক বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *