নিজস্ব সংবাদদাতা, মালদা,— কেন্দ্রীয় সরকারের অমৃত মিত্র প্রকল্পের অধীনে মহিলাদের মাধ্যমে শহরে সবুজায়ন গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে ইংরেজবাজার পৌরসভা।উদ্যোগের অঙ্গ হিসেবে শহরে শুরু হয়েছে অমৃত মিত্র প্রকল্পের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি।
অমৃত – মিত্র প্রকল্পের মাধ্যমে বৃক্ষরোপনের উদ্যোগ। মহিলাদের জন্য গাছ, এই প্রকল্পের আওতায় ইংরেজবাজার পুরসভা এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে কর্মশালার আয়োজন করল ইংরেজবাজার পুরসভা। মঙ্গলবার দুপুরে মালদা টাউন হলে কর্মশালার আয়োজন করা হয়।শহরকে সবুজায়নের লক্ষে ৬৬৯ জন মহিলা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছেন। পুরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা জানান, কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের অধীনে ইংরেজবাজার পৌরসভা সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। মে মাসে আমরা ৯৪৭৮ টি গাছ রোপন করেছি। এই প্রকল্পের আওতায় মহিলারা আর্থিকভাবেও স্বাবলম্বী হচ্ছেন। এদিনের কর্মশালার মাধ্যমে মহিলাদের গাছ লাগানো ও পরিচর্যার পদ্ধতি জানানো হয়েছে। কর্মশালায় উপস্থিত ছিলেন, ইংরেজ বাজার পুরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, বন দপ্তরের আধিকারিক অমিত সেঠ, পুরসভার আরবান ডেভলপার অফিসার সাইন আখতার সহ অন্যান্য আধিকারিকরা।
অমৃত মিত্র প্রকল্পে মহিলাদের হাতে সবুজায়নের দায়িত্ব নিল ইংরেজবাজার পৌরসভা।

Leave a Reply