মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- আবারও বেলডাঙ্গা থানায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১, ধৃত ব্যক্তির নাম মোবারক সেখ, বয়স আনুমানিক ২৪ বছর। বাড়ি বেলডাঙ্গা থানার কালিতলা শেখপাড়া এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত্রি ২ঃ০০ নাগাদ তার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সহ তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে আজ বেলডাঙ্গা এসডিপিও শ্রী উত্তম গড়ায় জানান আগেও আগ্নেয়াস্ত্র কারবারীর সঙ্গে যুক্ত ছিল। গোপন সূত্রে খবর পাওয়ার পরই তার বাড়িতে তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে আরও আগ্নেয় অস্ত্র উদ্ধার হতে পারে বলে তদন্তের জন্য ১০ দিনের পুলিশ হেফাজতের চেয়ে আজ বহরমপুর কোর্টে পাঠানো হবে বলে জানান।
মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার।

Leave a Reply