
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পাঁচ দফা দাবি নিয়ে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের গড়বেতা শহরে মিছিল করে BDO অফিসে স্মারকলিপি প্রদান করল CPI(M) এর নেতাকর্মীরা, এইদিন গড়বেতা এরিয়া কমিটির উদ্যোগে জব কার্ডের কাজের অধিকার, একশ দিনের কাজ চালু করা, গৃহীন মানুষদের আবাস যোজনার ঘর প্রদান, পাট্টা ও জমির রেকর্ডের দাবি নিয়ে গড়বেতা শহরে মিছিল করে BDO অফিসে স্মারকলিপি প্রদান করল CPI(M) এর নেতাকর্মীরা, এই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য তপন ঘোষ, দিবাকর ভূঁইয়া, এরিয়া কমিটির সেক্রেটারি সামেত গায়েন সহ অন্যান্য CPI(M) এর নেতাকর্মীরা। এই দিন এই মিছিলে কয়েকশো CPI(M) কর্মী সমর্থক পা মিলিয়েছেন।












Leave a Reply