দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের বেলপুকুর হাই মাদ্রাসায় মঙ্গলবার আমাদের পাড়া আমাদের ক্যাম্প পরিদর্শন করলেন বংশীহারী সমষ্টি উন্নয়ন আধিকারিক সুব্রত বল এবং বংশীহারী পঞ্চায়েত সমিতি সভাপতি গণেশ প্রসাদ। এছাড়াও উপস্থিত ছিলেন জয়েন বিডিও,পঞ্চায়েত প্রধান উর্মিলা পারভিন সহ একাধিক কর্মকর্তারা।
“আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচির অন্তর্গত একটি বিশেষ পরিষেবা শিবির। তিনটি বুথ নিয়ে গঠিত এই ক্যাম্প।
রাজ্য সরকারের এই অভিনব উদ্যোগের মাধ্যমে বিভিন্ন সরকারি পরিষেবা স্থানীয় মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। ক্যাম্পে ছিল স্বাস্থ্য, শিক্ষা, রেশন কার্ড, আবাসন, সামাজিক ভাতা সহ একাধিক দপ্তরের পরিষেবা বুথ।
Leave a Reply