ED যেভাবে সক্রিয় হচ্ছে, এবার দুর্নীতির উপর শিকল লাগানো সম্ভব হবে,খড়গপুর থেকে মন্তব্য দিলীপ ঘোষের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিভিন্ন সময়ে দেখা গিয়েছে দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় সংস্থা ED অভিযুক্তদের আটক অথবা গ্রেফতার করলেও কোন সাজা হচ্ছে না, এটাই এখন প্রশ্ন উঠেছে নানান মহলে,সেই বিষয় নিয়ে এবার মুখ খুললেন দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ, বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার রেল শহর খড়গপুরের বোগদা এলাকায় প্রাতঃভ্রমণ এবং চা চক্রে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন CBI যেভাবে সক্রিয় হয়েছিল CBI এর কাছে যথেষ্ট ক্ষমতা নেই এগুলো করার, আমার মনে হচ্ছে তার জন্যই ED কে লাগানো হয়েছে,ED যেই কেসগুলোয় হাত দিচ্ছে তার রেজাল্ট আসছে, তাদের কাছে লোকবল এবং আইনি শক্তি রয়েছে,ED যেভাবে সক্রিয় হয়েছে এবার সত্যি সত্যি দুর্নীতির উপর শিকল লাগানো সম্ভব হবে, অন্যদিকে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবারে ৭২ হাজার লক্ষী ভান্ডার পাবে উপভোক্তারা, সেই বিষয় নিয়ে দিলীপ ঘোষ বলেন নির্বাচন এলেই এগুলো মনে পড়ে, বেকাররা চাকরি পাচ্ছে না এবং যারা চাকরি পেয়েও চাকরি হারা হয়ে গেছে তারা চাকরি ঘুরে পাচ্ছেন না, লক্ষীর ভান্ডার দিয়ে কি হবে, অন্যদিকে চাকরি-হারাদের আন্দোলন নিয়ে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সমস্যার সমাধান যদি না করেন তাদের সঙ্গে যদি না দেখা করেন তাহলে তো তারা আন্দোলন চালিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *