হবিবপুরে মৃত ভোটারদের নাম নতুন ভোটার লিস্টে, রাজনৈতিক চাপানউতোর চরমে.

নিজস্ব সংবাদদাতা, মালদা—মালদার হবিবপুর বিধানসভা কেন্দ্রের বৈদ্যপুর অঞ্চলের মানিকরা, বোলডাঙ্গা গ্রামের ১৬৯ বুথ এর প্রায় ৫০ জন মৃত ভোটারের নাম নতুন ভোটার লিস্টে রয়েছে অর্থাৎ লিস্টে মৃত ভোটারদের জীবিত রাখা হয়েছে। গ্রামের মানুষের প্রশ্ন মৃত ভোটারদের নাম কেন এখনো ভোটার লিস্ট থেকে কাটা হল না এর গাফিলতি কার । আজকে রাজ্যের দিকে দিকে ভুয়ো ভোটারদের হদিশ পাওয়া যাচ্ছে নির্বাচন যত এগিয়ে আসছে ততই ভুয়ো ভোটারদের হতিস পাওয়া যাচ্ছে। আর এই ভুয়া ভোটার মৃত ভোটার নিয়ে রাজ্য তথা জেলার রাজনীতি সর-গরম l এলাকার বাসিন্দাদের প্রশ্ন মৃত ভোটারদের ভোট কারা দিচ্ছে, কেন নতুন ভোটার লিস্টে এখনো মৃত ভোটারের নাম রয়েছে। নাম কেন কাটা হচ্ছে না ভোট চুরি করা হচ্ছে
আর এই ঘটনা কে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তোর ।

 

হবিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু জানান রাজ্যের দিকে দিকে ভোটার লিস্টে মৃত ভোটারের নাম দেখা দিচ্ছে। আমার বিধানসভা কেন্দ্রেও বৈদ্যপুর অঞ্চলের বলডাঙ্গা গ্রামে প্রায় ৫০ জন মৃত ভোটারের নাম নতুন ভোটার লিস্টে রয়েছে। আজকে যারা এসআইআর করতে বিরোধীতা করছে এই ভুতুড়ে ভোটার গুলির নাম রাখতে চাচ্ছে . শুধু ভোটটা লুট করার জন্য আজকে মৃত ভোটারের নাম তারা ভোটার লিস্টে রেখে এই ভাবেই ভোট চুরি করে জিতে আসছে। ভুতুড়ে ভোটারগুলি নাম নতুন ভোটার লিস্ট থেকে অবিলম্বে বাদ দিতে হবেl আজকে আদিবাসী এলাকাতেও এই সমস্যা দেখা দিচ্ছে আদিবাসীরা প্রশাসনকে জানানো সত্ত্বেও তাদের নাম কাটা যায়নি। আজকে মানুষ এই ভুতুড়ে ভোটার গুলির নাম যাতে বাদ হয় সেজন্য সোচ্চার হচ্ছে । মানুষও চাচ্ছে এসআইআর হোক কিন্তু এই তৃণমূল কংগ্রেস তারা এই ভুতুড়ে ভোটারদের নাম রেখে জিততে চাচ্ছে কারণ ভুতুড়ে ভোটারই তাদের ভবিষ্যৎ l
বিজেপি বিধায়ক জুয়েল মুর্মুর মন্তব্যের পাল্টা দিয়েছে তৃণমূলও মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শুভময় বসু জানান প্রথম কথা এসআইআর যে প্রাথমিক প্রস্তুতি নির্বাচন কমিশন বিজেপি সভ একাকার হয়ে গিয়েছে, । আমাদের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন যদি কোন প্রকৃত ভোটারের নাম বিজেপি এইসব নাটক করে এসআইআর মাধ্যমে নাটক করে নির্বাচন কমিশন করে । তাহলে ১০ লক্ষ লোক নিয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন নির্বাচন কমিশন ঘেরাও করবো l নির্বাচন কমিশন বিজেপি সমার্থক। নাটক করছে স্বাভাবিকভাবে মৃত ভোটার নাম বাদ যাবে এটা নিয়ে নাটক করার কোন প্রয়োজন নেই। আজকে আদিবাসী দের নাম যখন ভোটার লিস্ট থেকে বাদ যাবে তখন এই আদিবাসীরা বিজেপি বিধায়ক জুয়েল মুর্মুকে তাড়া করবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *