ডেবরা থানা ও SP অফিস ঘেরাও এর হুশিয়ারি শুভেন্দু অধিকারীর!

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানা ও SP অফিস ঘেরাও এর হুশিয়ারি শুভেন্দু অধিকারীর! প্রসঙ্গত,ডেবরা থানা ও SP অফিস ঘেরাও এর হুশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
গত কয়েকদিন আগে বেআইনি চোলাই বিক্রির অভিযোগে ডাক্তার সোরেন নামে এক যুবককে ধরে আবগারি দপ্তরের কর্মীরা। ডেবরা থানা এলাকার অনন্তবাড় গ্রামের বাসিন্দা ডাক্তারের স্ত্রী সুপর্ণা সিং সোরেনের অভিযোগ, ডাক্তার যখন ভোরে বাড়ি থেকে বেরিয়ে নিজের কাজে যাচ্ছিলেন তখন লোয়াদা ব্রিজ এলাকা থেকে তাঁকে ধরে নির্যাতন করা হয়। আবগারি দপ্তরের লোকজনের মারেই মৃত্যু হয় তাঁর স্বামীর। ঘটনার পর এলাকায় বিক্ষোভ দেখান আদিবাসী সমাজের সাধারণ মানুষ। পাশাপাশি গেরুয়া শিবিরের পক্ষ থেকে ডেবরা এলাকায় বিক্ষোভ অবরোধ করা হয়। ঘটনায় ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তন্ময় দাস সহ একাধিক কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার ঘাটাল সাংগঠনিক জেলার ডেবরা বিজেপি কার্যালয়ে বৈঠক থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ডাক্তার সরেনকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আবগারি পুলিশ পিটিয়ে মেরেছে। নিন্দা করার কোন ভাষা নেই। ইতিমধ্যে এই বিষয় নিয়ে রাজ্য স্তরে অভিযোগ জানিয়েছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আদিবাসী বিরোধী সরকার। যাতে আদিবাসী সমাজ এবং রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি কোন আন্দোলন করতে না পারে। সেই জন্য প্রথম থেকে বাধা দিচ্ছে। ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস সহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়। পরেরদিন নারায়ণগড় থানা থেকে ব্যক্তিগত বনধএ রিলিজ করা হয়। করেছ ঘন্টা বিজেপির পক্ষ থেকে বনধ ডাকা হয়েছিল। বিজেপির পক্ষ থেকে দুটি কর্মসূচি ঘোষণা করা হচ্ছে আগামী ৩ তারিখ পিংলা এবং ডেবরা বিধানসভার জনতা পার্টি ডাকে ডেবরা থানার সামনে তিন ঘন্টা অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে। ডাক্তার সরেনের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ। পাশাপাশি আগামী ৯ তারিখ যুব মোর্চা এবং এসটি মোর্চার ব্যানারে sp অফিস অভিযান হবে পশ্চিম মেদিনীপুরে। এই ঘটনার পিছনে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপারের হাত রয়েছে। এবং তিনি কলকাতার নির্দেশে এটা করেছেন। তাই এসপিকে জবাব দিতে হবে। তাই ৯ তারিখে ভারতীয় জনতা পার্টির মূল সংগঠনের সহযোগিতায় দশ হাজার কর্মী বিজেপি কর্মীদের নিয়ে এসপি অফিস ঘেরাও হবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *