স্ত্রীকে খুনের দায়ে অভিযুক্ত বরখাস্ত আবগারি দপ্তরের আধিকারিক স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বালুরঘাট আদালত।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- স্ত্রীকে খুনের দায়ে অভিযুক্ত বরখাস্ত আবগারি দপ্তরের আধিকারিক স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বালুরঘাট আদালত।
সাত বছর আগে পতিরাম নিচাবন্দরের বাসিন্দা দিবাকর ঘোষের বিরুদ্ধে তার স্ত্রীকে নৃশংসভাবে অস্ত্র দিয়ে আঘাত ও গাড়ি চাপা দিয়ে খুন করার অভিযোগ উঠেছিল। দীর্ঘ তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষে গতকাল শুক্রবার বিচারক ভারতীয় দন্ডবিধি ৩০২ ও ২০১ ধারায় অভিযুক্ত দিবাকর ঘোষকে দোষী সাব্যস্ত করেছেন। এদিন শনিবার রায় ঘোষণা করেন বালুরঘাট আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সন্তোষ কুমার পাঠক। তিনি অভিযুক্ত দিবাকর ঘোষকে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। এবং ২০১ ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড ও পাচ হাজার টাকা জরিমানা। অনাদায় আরও দু’মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *