পূর্ব মেদিনীপুর,নিজস্ব সংবাদদাতা:- ভিন্ন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের বিরুদ্ধে যখন বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছে রাজ্যের বর্তমান রাজনৈতিক দল, যদিও তার বিরোধিতা করে রাজনৈতিক লড়াই করছে গেরুয়া শিবির,এই পরিপ্রেক্ষিতে যথেষ্ট আতংকের সৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ঢাকিদের মধ্যে, শহীদ মাতঙ্গিনী ব্লকের খারই গ্রামের ঢাকীদের বক্তব্য বিগত ১০ বছর ধরে বাইরের রাজ্যে এই দুর্গোৎসবের সময় ঢাকের সুরে জমজমাট রাখতেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে তাদের এই যাত্রা পথে, একদিকে যেমন আতঙ্ক অপরদিকে সেভাবে পারিশ্রমিক না পাওয়ার কারণে নিজের গ্রামেই ঢাকের সুরে পুজো মণ্ডপ মাতিয়ে রাখতে চান ঢাকি ভাইয়েরা।
ভিন রাজ্যে বাঙ্গালীদের উপর অত্যাচারের আতঙ্কে এই দুর্গোৎসবে নিজের গ্রামেই ঢাকে কাঠি দিতে চায় শহীদ মাতঙ্গিনী ব্লকের খারই গ্রামের ঢাকি ভাইরা।

Leave a Reply