হিলি, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- অবৈধভাবে ভারতের অনুপ্রবেশ করার সময় বিএসএফের হাতে গ্রেপ্তার এক বাংলাদেশী মহিলা। দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের ঘটনা। ধৃত বাংলাদেশী মহিলার নাম রোজিনা খাতুন (৩০)। বাড়ি বাড়ি বাংলাদেশের জয়পুরহাট জেলায়।
জানা গিয়েছে, গতকাল বেআইনীভাবে এক বাংলাদেশিকে মহিলাকে ভারতে অনুপ্রবেশ করার সময় আটক করে বিএসএফের কর্তব্যরত জওয়ানরা। পরবর্তীতে বিএসএফের পক্ষ থেকে হিলি থানার পুলিশের হাতে হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, বাংলাদেশী ওই মহিলার স্বামী মারা যাওয়ার পর দুই ছেলেকে রেখে সৌদি আরবে পরিচারিকার কাজ করার জন্য যান। এরপর সেখান থেকে জর্ডানে গিয়েছিলেন বলে জানা যায়। এরপর তিনি ভারতের মুর্শিদাবাদের এক ব্যক্তির সঙ্গে বিবাহের সম্পর্ক রয়েছে বলে দাবি করেন। বর্তমানে তিনি বাংলাদেশে তার দুই সন্তানদের সঙ্গে দেখা করার পর ভারতে প্রবেশ করার সময় বিএসএফের হাতে ধরা পড়েন। হিলি থানার পুলিশ আজ তাকে বালুঘাট আদালতে তোলে।
ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানান, ধৃত বাংলাদেশি মহিলাকে আরো জিজ্ঞাসাবাদের জন্য এদিন বালুরঘাট আদালতে তুলে ছয়দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।
Leave a Reply