রঘুনাথগঞ্জ, নিজস্ব সংবাদদাতা: – রঘুনাথগঞ্জের জরুর গ্রামের যুবককে খুনের অভিযোগে কাকা তো ভাই সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম রাজা সেখ, রিপন ও আসিৃ আলি ও চুমকি বিবি। তাদের সকলের বাড়ি রঘুনাথগঞ্জ থানার জরুর গ্রামে। এদিন ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়৷ ঘটনায় জড়িত স্থানীয় মহিলা চুমকি বিবিকে ও গ্রেপ্তার করেছে পুলিশ। ত্রিকোণ প্রেমের কারণেই এই খুন কিনা তদন্ত করছে পুলিশ। ভাইপোকে খুনের অভিযোগে ছেলে রাজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত রাজার বাবা তার ছেলের কঠোর শাস্তি দাবি জানিয়েছে।
Leave a Reply