দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠক করলো দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন। সেই বৈঠকে দক্ষিণ দিনাজপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুজো উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়া হয় দূর্গা পূজার অনুদান। বালুরঘাটে বালুছায়া সভাগৃহে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার 506 টি পূজা উদ্যোক্তাদের হাতে চেক তুলে দেওয়া হয়। দক্ষিণ দিনাজপুর জেলার পুজো উদ্যোক্তারা মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা জানিয়েছেন এই অনুদান পেয়ে তাদের দুর্গা পুজো করতে অনেকটাই সুবিধা হয়।।
দক্ষিণ দিনাজপুরে পুজো কমিটিদের হাতে পুলিশের অনুদান তুলে দিল প্রশাসন।

Leave a Reply