
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট : শহরের খিদিরপুর শ্মশানে বৈদ্যুতিক চুল্লি থাকলেও প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্ত—কুমারগঞ্জ, হিলি, তপনসহ গ্রামাঞ্চল থেকে মরদেহ আসে শেষকৃত্যের জন্য। ফলে দীর্ঘদিন ধরেই চাপ বাড়ছিল ওই শ্মশানে। এবার সেই চাপ ভাগ করে নিতে উদ্যোগ নিল বালুরঘাট পুরসভা। শহরের চকভবানী মহাশ্মশানে তৈরি হতে চলেছে অত্যাধুনিক বৈদ্যুতিক চুল্লি।শুক্রবার চকভবানী মহাশ্মশানের জায়গা পরিদর্শন করেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। উপস্থিত ছিলেন নির্দিষ্ট এজেন্সির কর্তারা। প্রায় এক কোটি পঁচাত্তর লক্ষ টাকার প্রকল্পে তৈরি হবে এই চুল্লি। আগামী ৩০ অক্টোবর কাজের আনুষ্ঠানিক সূচনা হবে বলে পুরসভা সূত্রে খবর।চেয়ারম্যান অশোক মিত্র বলেন, “আগামী ছ’মাসের মধ্যেই কাজ শেষ করে সাধারণ মানুষের জন্য চুল্লিটি চালু করা যাবে বলে আশা করছি। খিদিরপুর শ্মশানের ওপর চাপ অনেকটাই কমবে। শহরবাসীর দাবিতে চকভবানীতেও বৈদ্যুতিক চুল্লি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
শহরবাসীর আশা—চকভবানীর বৈদ্যুতিক চুল্লি চালু হলে শেষকৃত্যের প্রক্রিয়া যেমন আরও দ্রুত ও পরিষ্কার হবে, তেমনই খিদিরপুর শ্মশানও পাবে খানিকটা স্বস্তি।












Leave a Reply