
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : – মহাষষ্ঠী থেকে দশমী, তারপর বিসর্জনের পরও উৎসবের রেশ থাকে অম্লান। দেবী দুর্গার বিদায়ের মধ্য দিয়েও শুরু হয় নতুন শক্তি আহরণের বার্তা। সেই আবহেই রবিবার বালুরঘাট নাট্যমন্দিরে অনুষ্ঠিত হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর উদ্যোগে ‘বিজয়া সম্মিলনী ২০২৫’।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবিভিপির কর্মী-সমর্থকরা যোগ দেন। এদিন সকাল ১০টা থেকে শুরু হওয়া এই মিলন উৎসবের মূল উদ্দেশ্য ছিল দুর্গোৎসবের আনন্দ ভাগ করে নেওয়া এবং সমাজে ঐক্য ও শক্তির বার্তা ছড়িয়ে দেওয়া। অনুষ্ঠানের শুরুতেই দেবী দুর্গার উদ্দেশে মঙ্গলাচরণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা হয়। পরে সংগঠনের তরফে দেশ, সমাজ ও সংস্কৃতির উন্নয়নে ছাত্রদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, দেবী দুর্গার শক্তি কেবল অশুভ শক্তির বিনাশের প্রতীক নয়, ন্যায় ও সত্যের পথে চলার অনুপ্রেরণাও বটে। তাঁরা আরও জানান, সমাজে একতার বন্ধন সুদৃঢ় করতে এবং ইতিবাচক চিন্তার বিস্তারের জন্য এই ধরনের অনুষ্ঠানের প্রয়োজনীয়তা অপরিসীম।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শাখা ও মঞ্চের কর্মীরা সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন। শেষ পর্বে বিজয়ার প্রীতি-আলাপ ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে সম্মিলনীর সমাপ্তি ঘটে।
ধন্যবাদজ্ঞাপন করেন এবিভিপি দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি। তিনি বলেন, বিজয়া সম্মিলনী কেবল উৎসব নয়, এটি একতা ও নবউদ্যমে সমাজ গঠনের অঙ্গীকার।












Leave a Reply