
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আজ রবিবার ছুটির দিনেও বেলা ১১টা থেকেই পতিরাম বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ছোট শিশুরা অভিভাবকদের হাত ধরে চলে এসেছে। আমরা স্কুলে গিয়ে জানতে পারি তাদের আজকে অঙ্কের পরীক্ষা আছে। চোখে মুখে সকলের প্রতিযোগিতার মনোভাব। পূজোর ছুটির রেশ কাটতে না কাটতেই আবার পরীক্ষা।
দ্য পি আই গ্রুপ অফ ম্যাথমেটিক্স এর আয়োজনে আজ গণিত মেধা অন্বেষণ পরীক্ষাটি সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলায় অনুষ্ঠিত হচ্ছে। এই জেলায় আটটি সেন্টারে মোট ৯৩৬ জন পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেছে।
সেন্টার ইন চার্জ দিব্যেন্দু বসাক জানিয়েছেন প্রথম থেকে চতুর্থ শ্রেণীর পরীক্ষা এখানে অনুষ্ঠিত হচ্ছে। ১২ টি বিদ্যালয় থেকে ২০০ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিল। তার মধ্যে মাত্র ২২ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। আজকে অন্য একটি পরীক্ষাও ছিল সেজন্যই কিছু ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল। সকলেই গণিত বিষয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। সকল শিক্ষার্থী ও অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের তিনি ধন্যবাদ জানিয়েছেন।
প্রণবানন্দ বিদ্যাপীঠ বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক শুভ্রজিত সরকার জানিয়েছেন খুব ভালোভাবে এই পরীক্ষা এই সেন্টারে চলছে। আমরা সবাই খুশি যে মফস্বল এলাকা পতিরামেও পরীক্ষার সেন্টার হয়েছে। নাহলে এত সংখ্যক পরীক্ষার্থী একসাথে পরীক্ষায় বসতে পারতো না। এই স্কুলের দিব্যেন্দু স্যারের উদ্যোগে এই প্রতিযোগিতা মূলক পরীক্ষা গুলো অনুষ্ঠিত হচ্ছে। আমরা খুব খুশি এবং আমাদের শিশুরাও অত্যন্ত আনন্দিত।
প্রথম শ্রেণীর এক শিক্ষার্থী অদ্রিজা দাস জানিয়েছে আমার পরীক্ষা খুব ভালো হয়েছে। প্রশ্নপত্র একটু কঠিন হলেও অনেকটা করতে পেরেছি। অদ্রিজার মা লক্ষ্মী দাস বলেন বিগত বছরের প্রশ্নগুলো মেয়েকে ধরে ধরে শিখিয়েছি। ওর খুব আগ্রহ রয়েছে। আমার মেয়ে বলছে তো ভালই দিয়েছি। এই সংস্থার প্রশ্নপত্র খুব উন্নত মানের এবং ব্যবস্থাপনা আধুনিক সময়োপযোগী। তাই আমিও খুব খুশি। এখন থেকেই চাকরি পরীক্ষার মত OMR শিটে পরীক্ষার প্রস্তুতি খুব প্রশংসনীয়।












Leave a Reply