বালুরঘাট কলেজে তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা! ফ্লেক্স খোলা ঘিরে চাঞ্চল্য।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- উৎতপ্ত বালুরঘাট কলেজ, ফ্লেক্স লাগানোকে কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে উৎতপ্ত বাক্যবিনিময়। বুধবার বালুরঘাট কলেজে যান দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল ছাত্র পরিষদের নবনিযুক্ত সভাপতি সৃঞ্জয় স্যান্যাল। সেখানে তিনি পৌছানোর পরেই বালুরঘাট শহরের তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্বপ্রাপ্ত একাধিক ছাত্র নেতা এদিন নিজেদের ক্ষোভ উগড়ে দেন। সেই সঙ্গে খুলে দেওয়া হয় সৃঞ্জয় স্যান্যাল-এর নাম লেখা ফ্লেক্সও। ঘটনায় রীতিমত অস্বস্তিতে পড়ে যান তৃণমূল ছাত্র পরিষদের নবনিযুক্ত জেলা সভাপতি। বালুরঘাট শহরের তৃণমূল ছাত্র পরিষদের যুগ্ম কনভেনার সুরোজ সাহা এবং সৌরভ সরকার-এর বক্তব্য তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি আসার কথা তাদের অনেককেই জানানো হয়নি। এদিন জেলা সভাপতি সৃঞ্জয় স্যান্যাল বালুরঘাট কলেজ চত্বরে কথা বলেন তৃণমূল ছাত্র পরিষদের বালুরঘাট কলেজ ইউনিটের সভাপতির সঙ্গে। যার পরেই স্বাভাবিক হয় পরিস্থিতি। তৃণমূল ছাত্র পরিষদের বালুরঘাট কলেজ ইউনিটের সভাপতি পরিতোষ শীল-এর বক্তব্য তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি যে আজকে বালুরঘাট কলেজে আসবেন তা অনেকেই জানতেন না, তবে সৃঞ্জয় স্যান্যাল-এর নাম লেখা ফ্লেক্স লাগানো নিয়ে কোন গন্ডগোল হয়নি। দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল ছাত্র পরিষদ-এর সভাপতি সৃঞ্জয় স্যান্যাল-এর বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর চালু করা বাংলার ডিজিটাল যোদ্ধা-র প্রচারে জেলার তিনটি কলেজে যাওয়ার কথা ছিল তার, সেই মত এদিন তিনি বালুরঘাট কলেজে এসেছিলেন। সৃঞ্জয় স্যান্যাল বলেন নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, তবে সেটি রাজনৈতিক কোন বিষয় না। তিনি আরও বলেন এখানে বিতর্কিত অনেক কিছু হয়েছে, আমি দলের উর্দ্ধে কোন কিছু করিনি। ফ্লেক্স খোলার বিষয়ে তিনি বলেন যে বা যারা খুলছে, আমার মনে হয় তারা বিরোধী দল করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *