বীরভূম জেলা সিউড়ি হাসপাতালে সদ্যোজাত শিশুর মৃত্যুতে চাঞ্চল্য : আবারও চিকিৎসায় গাফিলতির অভিযোগ।

বীরভূম, নিজস্ব সংবাদদাতাঃ- সিউড়ি হাসপাতালে সদ্যোজাত শিশুর মৃত্যুতে চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ চিকিৎসায় গাফিলতির অভিযোগ করেন শিশুর বাড়ির লোকজন, আত্মীয় ও বাসিন্দারা৷ হাসপাতাল চত্বরে চরম উত্তেজনার সৃষ্টি হয়৷ সিউড়ি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ সিউড়ি বাঁশঝোড় গ্রামের বাসিন্দা শিশুর অভিভাবকদের অভিযোগ, চিকিৎসক তাঁদের গালি গালাজও করেছেন৷ অভিযুক্ত চিকিৎসক এরজন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন ও ক্ষমা চেয়ে নেন৷ তবে তাঁর দিক থেকে কোনো গাফিলতি চিকিৎসায় করা হয়নি বলে দাবি করেন তিনি৷ উল্লেখ্য, এই নিয়ে বেশ কয়েকবার রোগী মৃত্যুকে কেন্দ্র করে সিউড়ি হাসপাতালের চিকিৎসক ও কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে৷ রোগীর আত্মীয়দের একাংশ বলেন, বার বার এই হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ ও মৃত্যুর ঘটনা ঘটলেও তা থেকে শিক্ষা নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য দপ্তর৷ ফলে রীতি মতো ক্ষোভে ফুঁসছেন অনেকে৷ এবিষয়ে তাঁরা উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *