
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- ২৬ এর নির্বাচনকে পাখির চোখ করে এবং বর্তমান এসআইআর আবহে বালুরঘাটের রবীন্দ্রভবনে বিজেপির রুদ্ধদ্বার কর্মীসভা। কর্মীসভা উপলক্ষে এদিন বালুরঘাটে আসেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী। জানা গিয়েছে, এদিন মিঠুন চক্রবর্তী বিভিন্ন রণকৌশল নিয়ে বিজেপি কর্মীদের নির্দেশ দেন।
মিঠুন চক্রবর্তী জানান, কর্মী সভায় কি আলোচনা হয়েছে তা আভ্যন্তরীণ বিষয়। সে বিষয়ে কিছু না বললেও, তুমি বলেন কর্মী সভায় সকলকে ঐক্যবদ্ধ ভাবে থাকতে বলা হয়েছে। পাশাপাশি, এদিন জেলায় ‘মিঠুন যোদ্ধা’ নামে একটি whatsapp গ্রুপ খোলা হয়। যাতে যে কোনো পরিস্থিতিতে, খবর পাওয়া মাত্র বিজেপি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে পারে।
এছাড়া এসআইআর সহ বিভিন্ন প্রশ্নের জবাবে মিঠুন চক্রবর্তী জানান, যারা ভারতীয় তারা ভোট দেবে, মুসলিম বাদে যারা শরণার্থী তারাও যাতে ভোট দিতে পারে, ভারতীয় মুসলিমরাও ভোট দেবে। তবে অভারতীয় মুসলিমদের ফিরে যেতে হবে।
রাজ্যে এস আই আর আতঙ্কে যারা মারা যাচ্ছে বলা হচ্ছে তাও শুধুমাত্র প্রচার বলে তিনি জানান। পাশাপাশি, বিজেপি মুখ্যমন্ত্রীর মুখ আপনি হতে চলেছেন কিনা, এই প্রশ্নের উত্তরে তিনি জানান, বিজেপি ক্ষমতায় এলে, বিজেপি ঠিক করবে কাকে মুখ্যমন্ত্রী করা হবে। এটা বিজেপি নেতৃত্বের উপর ছেড়ে দিন।












Leave a Reply