
মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা: রাজ্য সরকারের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এখন থেকে প্রতিটি বিদ্যালয়ে জাতীয় সংগীতের পর রাজ্য সংগীত গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সেই নির্দেশ মেনেই শুক্রবার মুর্শিদাবাদের ফরাক্কার নিউ ফরাক্কা হাই স্কুল (উচ্চ মাধ্যমিক)-এ দেখা গেল এক অনন্য দৃশ্য।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলামের নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা একত্রে জাতীয় সংগীতের পাশাপাশি রাজ্য সংগীত পরিবেশন করেন। বিদ্যালয় প্রাঙ্গণ জুড়ে তখন দেশাত্মবোধ ও রাজ্যপ্রেমের আবহ।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, রাজ্য সরকারের এই উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে দেশ ও রাজ্যের প্রতি ভালোবাসা আরও গভীর হবে। এই পদক্ষেপে শিক্ষার্থীদের সাংস্কৃতিক চেতনা ও ঐক্যের মূল্যবোধও বিকশিত হবে বলে মত প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষিকারাও।











Leave a Reply