ব্লক প্রশাসনের উদ্যোগে জঙ্গলমহল গোয়ালতোড়ের বেতঝরিয়া প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষা সামগ্রী।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল গড়বেতা দু’নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার আদিবাসী অধ্যুষিত এলাকা গোয়ালতোড়ের বেতঝরিয়া প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষা সামগ্রী। বই,খাতা ও পেন সহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয় ক্ষুদে পড়ুয়াদের হাতে। এই দিন উপস্থিত ছিলেন BDO দেবঋষি ব্যানার্জি,পঞ্চায়েত সমিতির সভাপতি দীনবন্ধু দে সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং ব্লক প্রশাসনের কর্মকর্তারা। আগামী দিনেও এই ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *