
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- শুধু প্রশাসনিক নীতিই নয়, এলাকার মানুষের নিজস্ব দাবি-দাওয়াকে গুরুত্ব দিয়ে বাংলার উন্নয়নকে আরও গতিশীল করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি। কোথায় কী চাই, তা জানাচ্ছেন সাধারণ মানুষ, আর প্রশাসন সেই মতেই তৈরি করছে উন্নয়নের রূপরেখা। এখন চলছে সেই দাবিগুলিকে বাস্তবে রূপ দেওয়ার পর্ব।দক্ষিণ দিনাজপুর জেলার অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যেই শুরু হয়েছে একের পর এক প্রকল্পের কাজ। ২২টি বুথজুড়ে মোট ২ কোটি ২০ লক্ষ টাকার উন্নয়ন পরিকল্পনা অনুমোদিত হয়েছে। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে রাস্তাঘাট সংস্কারেই।গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবদূত বর্মন ইতিমধ্যেই বেশ কয়েকটি রাস্তার কাজের উদ্বোধন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ভারত–বাংলাদেশ সীমান্তলাগোয়া ঝিনাইপোতা বুথের রাস্তা। সাড়ে চার লক্ষ টাকার বেশি ব্যয়ে শুরু হয়েছে সংস্কারের কাজ। দু’-তিনটি গ্রামের মানুষের যাতায়াত নির্ভর করে এই রাস্তার ওপর। বহুদিন ধরেই দাবি ছিল তা সংস্কারের।স্থানীয় বৃদ্ধ পরেশ চৌধুরীর কথায়, “এই রাস্তাটার সংস্কার আমাদের বছরের দাবি। কাজ শুরু হওয়ায় আমাদের গ্রামগুলোর খুব উপকার হবে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই।”প্রধান দেবদূত বর্মন জানান, সীমান্তবর্তী এই অঞ্চলে প্রান্তিক মানুষের বসবাস। সেই কারণে রাস্তাঘাট উন্নয়নের দাবি প্রকল্প বৈঠকে সবচেয়ে বেশি উঠেছিল। তাঁর কথায়, “২২টি বুথ ও ২৪ জন সদস্য নিয়ে আমাদের পঞ্চায়েত এলাকায় প্রায় ২ কোটি ২০ লক্ষ টাকার কাজ হবে। নায়পোতা এলাকাতেও গতকাল নতুন রাস্তার কাজের সূচনা করেছি।”মুখ্যমন্ত্রীর উদ্যোগে শুরু হওয়া এই প্রকল্পে প্রান্তিক মানুষ বাস্তবিকভাবে উপকৃত হবেন বলেই মত স্থানীয়দের। অমৃতখণ্ড জুড়ে তাই এখন উৎসাহ— মানুষের দাবি থেকেই এগোচ্ছে উন্নয়নের পথ।












Leave a Reply