দশমবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের শপথ : NDA-র ঐতিহাসিক জয়ে দেশজুড়ে অভিনন্দন জোয়ার।

পাটনা, নিজস্ব সংবাদদাতা: – বিহার বিধানসভা নির্বাচন ২০২৫-এ NDA জোটের অভূতপূর্ব জয়ে দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার। পাটনার ঐতিহ্যবাহী গান্ধী ময়দানে অনুষ্ঠিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব।

এবারের বিধানসভা নির্বাচনকে শুধু বিহারের ভোট বলা যায় না—সমগ্র দেশের দৃষ্টি ছিল এই নির্বাচনের দিকে। সুশাসন, উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং স্থিতিশীলতার প্রতি আস্থার ভোট হিসেবেই দেখা হচ্ছে এই ফলাফলকে।
জনগণের অকুণ্ঠ সমর্থনে NDA-র এই ব্যাপক জয়কে রাজনৈতিক বিশেষজ্ঞরা “বিশ্বাস এবং নেতৃত্বের জয়” হিসেবে ব্যাখ্যা করছেন।

নীতীশ কুমারের নেতৃত্বে NDA জোটের এই সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছে হিন্দ মজদুর কিষান পঞ্চায়েত, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, এবং পশ্চিমবঙ্গের “নীতীশ ব্রিগেড” সহ তাঁর সমস্ত অনুগামী ও শুভানুধ্যায়ীরা।

সংগঠনের পক্ষ থেকে জেডিইউ-র প্রবীণ নেতা এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্য সভাপতি অশোক দাস নীতীশ কুমারকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন—
“বিহারের জনগণ আবারও দেখিয়ে দিলেন, সুশাসন ও উন্নয়নের পথে নীতীশজির নেতৃত্বের বিকল্প নেই। NDA-র এই ঐতিহাসিক জয় সমগ্র ভারতের মানুষের আস্থার প্রতিফলন।”

গান্ধী ময়দানে NDA বিধায়ক দলের নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে সর্বসম্মতিক্রমে নীতীশ কুমারকে নেতা নির্বাচিত করা হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিপুল জনসমাগম এবং উৎসবের আবহ তৈরি হয় পুরো শহরজুড়ে।

নীতীশ কুমারের দশমবারের শপথ গ্রহণ বিহারের রাজনৈতিক ইতিহাসে এক নতুন নজির সৃষ্টি করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *