
হুগলীর-সিঙ্গুর, নিজস্ব সংবাদদাতাঃ- দীর্ঘদিন ধরে বৈজ্ঞানিক পদ্ধতিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ চুরি করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়লো তিনজন অভিযুক্ত ঘটনাটি ঘটে সিঙ্গুর থানা অন্তর্গত দেওয়ানভেরী গ্ৰামের সমীর পাঁজার বাড়িতে। তার বাড়ির বৈদ্যুতিক মিটারের মধ্যে একটি বৈজ্ঞানিক পদ্ধতিকে কাজে লাগিয়ে একটি যন্ত্র লাগানো হয়। যেটির মাধ্যমে বিদ্যুৎ এর মাসিক বিল সাশ্রয় হবে। এই প্রক্রিয়াটি বিগত ছয় মাস ধরে চালিয়ে আসছিলেন উক্ত ব্যক্তি। বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সন্দেহের ভিত্তিতে একটি তদন্ত গঠন হয় তারপরই ধরা পড়ল এই বিদ্যুৎ চুরির ঘটনায় অভিযুক্তরা । এরপর বিদ্যুৎ দপ্তরের আধিকারিক অনুপ কুমার গের গত ১৫/১০/২০২৫ এ একটি অভিযোগ দায়ের করেন সিঙ্গুর থানায়। ঐ অভিযোগের ভিত্তিতে সিঙ্গুর থানা ভারতীয় সংবিধান ধারা ১৩৫/১ আন্ডার সেকশন বি সি ডি, এই ধারায় মামলা শুরু করে তদন্তে নামেন এবং প্রথমে অভিযুক্তর বাড়িতে হানা দেন এবং সেই অভিযুক্ত ব্যক্তি কে সাথে সাথে আটক করেন। পুলিশের তদন্তে জানা যায় এই জালের সঙ্গে যুক্ত আরও দুইজন ব্যক্তি যুক্ত ছিলেন। তাদেরকে ৩/১১/২০২৫ তারিখে নিয়ে আসা হয় সিঙ্গুর থানায় এবং প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে তাদেরকে আটক করা হয় এবং পরবর্তী তদন্তের জন্য আদালতে পেশ করা হয়। চন্দননগর আদালতের বিচাররক তিন অভিযুক্তদের চার দিনে পুলিশী হেফাজতে পাঠানো হয়। বিদ্যুৎ দপ্তরের অনুসন্ধানের ভিত্তির রিপোর্ট অনুযায়ী প্রায় তিন লক্ষ টাকার বিদ্যুৎ চুরির ঘটনা ঘটায় উক্ত অভিযুক্ত ব্যক্তিরা।বৃহস্পতিবার সিঙ্গুর থানায় অতিরিক্ত পুলিশ সুপার হুগলী জেলা গ্ৰামিন কৃশানু রায় সাংবাদিক সম্বেলন করেন।উপস্থিত ছিলেন ডি এস পি হেড কোয়াটার অগ্নিশ্বর চক্রবর্তী, সি আই প্রশান্ত চক্রবর্তী, সিঙ্গুর থানার ভারপ্রাপ্ত অধিকারিক সুদীপ্ত সাধুখাঁ ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকেরা।












Leave a Reply