
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর :- বালুরঘাট পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের আঁখিরা পাড়া এলাকায় কংক্রিটের রাস্তা ও নিকাশী নালা তৈরির কাজ শুরু হলো এদিন। এদিনের কাজের সূচনা করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। উপস্থিত ছিলেন ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুশ্রী মহন্ত।
উল্লেখ্য, মাত্র কয়েক বছর আগে চকভৃগুর ১৩, ১৪ এবং ১৫ নম্বর ওয়ার্ড বালুরঘাট পৌরসভার অন্তর্ভুক্ত হয়। সেই ওয়ার্ড গুলির বিভিন্ন কাঁচা রাস্তা পাকা করা এবং নিকাশি ব্যবস্থা করার লক্ষ্যে বালুরঘাট পৌরসভা কাজ করে চলেছে। এদিন ১৩ নম্বর ওয়ার্ডের আঁখিরা পাড়া এলাকায় রাস্তা ও ড্রেন এর কাজের সূচনা হয়।
বালুঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, চকভৃগু এলাকার তিনটি ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডে কাজের জন্য প্রায় এক কোটি পাঁচ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এদিন প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয়ে আঁখিরা পড়া এলাকায় রাস্তা ও নিকাশি নালার কাজ শুরু হয়।
পৌরসভার রাস্তা ও নিকাশি নালার কাজ শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা।












Leave a Reply