
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের একটি বেসরকারি আবাসনে BJP র পক্ষ থেকে বিশেষ সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয় মঙ্গলবার,এই দিন এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের কেবিনেট মন্ত্রী J P S রাঠোর, রাজ্য কমিটির সদস্য ধীমান কোলে,ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার সভাপতি তুফান মাহাতো,সাধারণ সম্পাদক গৌতম কৌড়ি সহ অন্যান্য বিজেপির নেতাকর্মীরা। মূলত আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক বিষয় এবং আগামী দিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয় এই বিশেষ সাংগঠনিক বৈঠকে।












Leave a Reply