
মালদা, নিজস্ব সংবাদাতা:- কয়েক ঘন্টার ব্যাবধানে মালদহে ফের চলল গুলি। এবার খুন পাঁপড় বিক্রেতা। জালসার একটি অনুষ্ঠান থেকে পাঁপড় বিক্রি করে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে মালদাহের কালিয়াচক থানার কাশিমনগর এলাকায় কয়েকজন দুষ্কৃতি তাকে লক্ষ্য করে গুলি করে। তার মাথায় গুলি লাগে। মৃত পাঁপড় বিক্রেতার নাম আজাহার মৌমিন। বয়স ৫৫ বছর। বাড়ি কালিয়াচক থানার ফতেখানি। জানা যায় এদিন ওই পাঁপড় বিক্রেতা জালসা থেকে পাপড় বিক্রি করে আসার পথে কাশিমনগর এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতি তার পথ আটকে টাকা পয়সা ছিনতাই করে। সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করলে তাকে পেছন থেকে গুলি মারে দুষ্কৃতীরা বলে অভিযোগ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।












Leave a Reply