
মালদা, নিজস্ব :– মঙ্গলবার বিকেলে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান ইস্তফা পত্র জমা দেওয়ার পর বুধবার সকালে সাংবাদিক সম্মেলন করলেন নিজের বাসভবনে। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিষ্কার ভাবে জানিয়ে দেন তিনি দলের সঙ্গেই আছেন , দলের প্রতি কোন অভিযোগ নেই, দল যা নির্দেশ দিয়েছে তা তিনি পালন করেছেন। পাশাপাশি কার্তিক ঘোষ এও জানান পরবর্তী চেয়ারম্যান যে হবে তাকে সর্বসম্মতভাবে সহযোগিতা করবেন পাশাপাশি তিনি আক্ষেপের সাথে জানান যে কেউ বা কারা তার বিরুদ্ধে তাহলে উর্দতন কর্তৃপক্ষকে অভিযোগ করেছে। তবে তিনি মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে কাজ করে যাবেন। তিনি আরো জানান শুধু ওল্ড মালদা পৌরসভায় নয় লোকসভা নির্বাচনে গোটা মালদা জেলার তৃণমূলের রেজাল্ট খারাপ হয়েছিল তবে তিনি কারো বিরুদ্ধে অভিযোগ করছেন না তিনি শুধু উদাহরণস্বরূপ বললেন।












Leave a Reply