
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নিখিল বঙ্গ শিক্ষক সমিতির শতবর্ষ উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড আঞ্চলিক শাখার আয়োজনে চন্দ্রকোনারোড গার্লস হাইস্কুলে বুধবার আনুষ্ঠানিকভাবে আঞ্চলিক শাখার ১১টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় মাধ্যমিক ABTA টেস্ট পেপার,এই দিন উপস্থিত ছিলেন আঞ্চলিক শাখার সম্পাদক উত্তম মান্না, সভাপতি জাকির হোসেন খান,প্রাক্তন সভাপতি স্বপন মন্ডল,সুব্রত ব্যানার্জি সহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ। তবে আগামী দিনে অনলাইন ও অফলাইন শিক্ষার্থী শিবির এবং সমিতির জেলা শাখা আয়োজিত প্রি মাধ্যমিক মক টেস্ট আঞ্চলিক শাখার আয়োজনে সংগঠিত করা হবে বলে এই দিন আঞ্চলিক শাখার সম্পাদক জানিয়েছেন।












Leave a Reply