
মালদা, নিজস্ব সংবাদদাতা:– পথ দুর্ঘটনায় এক নাবালকের মৃত্যু ঘিরে রণক্ষেত্র এলাকা। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ। ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশের গাড়িতে ভাঙচুর হামলা চালানোর অভিযোগ। মালদা ইংলিশ বাজার থানার কোতুয়ালির আরাপুর এলাকার ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়। এই ঘটনার পর আজ সকাল থেকে এলাকায় এখনো থমথমে রয়েছে। পথ দুর্ঘটনায় মৃত নাবালকের দেহ ময়না তদন্ত করার পর আজ দেহ পৌঁছাবে বাড়িতে। জানা যায় গত বুধবার একটি মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আরাপুর এলাকায় একটি গৃহস্থ বাড়িতে ঢুকে যায়। সেখানে দীপ পোদ্দার নামে ছয় বছরের এক শিশু আহত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপরই ক্ষোপে ফেটে পড়েন এলাকাবাসীরা। তার জ্বালিয়ে মালদা রতুয়া রাজ্য সড়কে রাস্তা অবরোধ করেন তারা। ঘটনাস্থলে পুলিশ গেলে পরিস্থিতি আরো খারাপ হয়। পুলিশের গাড়ি ভাঙচুর এবং উল্টে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনায় বেশ কয়েকজন পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার আহত হয়। এরপরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ এবং কাদানে গ্যাসের শেল ফাটায়।












Leave a Reply