সরকারি সমবায় সমিতিতে সার না মেলায় বিপাকে গাজোলের ৩০০ কৃষক; আলু–সরষে চাষ নিয়ে গভীর উদ্বেগ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- সরকারি স্যার সমবায় কৃষি সমবায় সমিতিতে না পাওয়ায় সমস্যায় পড়েছেন কৃষকরা মূলত জমির ফসল তারা কি করে ভোলাবে সেটাই এখন চিন্তার বিষয়। কৃষকদের এই নিয়ে মাথায় হাত পড়েছে l সার না পেলে এবার হয়তো জমিতে ফসল কিভাবে উৎপাদন হবে অনাহারে দিন কাটাতে হতে পারে সেই চিন্তার মধ্যেই রয়েছেন কৃষকেরা মালদার গাজোল ব্লকের গাজোল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সরাকান্দর এলাকায় প্রায় ৩০০ কৃষক বসবাস এখানকার মানুষের একমাত্র কৃষিই হচ্ছে প্রধান জীবিকা l কৃষকরা জানান ইতিমধ্যেই জমি থেকে ধান তুলে নেয়া হয়েছে এখন আলু সর্ষে জমিতে লাগাতে হবে তার জন্য সারের প্রয়োজন কিন্তু আজকে সরকারি সার সমবায় সমিতি থেকে পাওয়া যাচ্ছে না যার ফলে সমস্যায় পড়েছেন তারা সরকারি সার আবার বাজারে কালোবাজারি হচ্ছে সে ক্ষেত্রে দামও সরকারি মূল্যের থেকে অনেক বেশি যা কিনার কৃষকদের সাধ্যের বাইরে কৃষকদের অভিযোগ (পাঁচপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড) বিগত আট বছর ধরে সমবায় সমিতির ভোট হয় না কোন পরিচালন সমিতি নেই যার ফলে কৃষকরা সরকারী সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত সার থেকে শুরু করে বিজ এমনকি আর্থিক সাহায্য পাচ্ছেন না কৃষকরা জানান রাজনৈতিক টানাপোড়নের জন্যই আজকে বিগত আট বছর ধরে পাঁচপাড়া সমবায় কৃষি সমিতির ভোট প্রক্রিয়া, বন্ধ রয়েছে l এই বছর ভোট দিন নির্ধারিত হয়েছিল কিন্তু প্রশাসন সেই ভোট কোন এক কারণবশত নেননি l আজকের রাজনৈতিক খেলার জন্য এই এলাকার কৃষকরা সরকারি সুযোগ-সুবিধার থেকেp বঞ্চিত হচ্ছে। সমবায় কৃষি সমিতি নামের মাত্র কোনো রকম কোনো সাহায্য পাওয়া যাচ্ছে না সরকারি মূল্যের স্যার দেওয়া হচ্ছে না l এক কৃষকদের দাবি অবিলম্বে সমবায় সমিতির ভোট প্রক্রিয়া সম্পন্ন হোক নতুন করে পরিচালন সমিতির কমিটি গঠন করা হোক সরকারী সুযোগ-সুবিধা বিশেষ করে ন্যায্যমূল্যে সার যাতে কৃষকরা সমবায় থেকে তার দাবি জানান l
আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তোর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *