
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- মালদা:—- বাংলাদেশে খুব কষ্টে ছিলাম। ভারতে ফিরে আসতে পেরে অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ। ৮ মাসের ওপরে বাংলাদেশের ছিলাম। দিল্লী পুলিশ আমাদের ওপর অমানবিক অত্যাচার করেছিল। আমরা অনেক অনুরোধ করেছিলাম। তারপরও আমাদেরকে বিএসএফকে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হল। আর দিল্লী যাবো না কোনদিনও। বাড়ি ফেরার আগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন সোনালী খাতুন। উল্লেখ্য বাংলা ভাষায় কথা বলায় জুন মাসে দিল্লি পুলিশ সোনালী খাতুনকে গ্রেফতার করেছিল। এরপর বিএসএফকে দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল সোনালী খাতুনকে। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সংশোধনাগারে ১০১ দিন জেলবন্দী থাকার পর গতকাল ইংলিশ বাজারের মহদীপুর সীমান্ত দিয়ে ভারতে ফিরে সোনালি খাতুন এবং তার আট বছরের সন্তান। এরপর তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। আজ বীরভূম বাড়ির পথে রওনা হয় সোনালী খাতুন।












Leave a Reply