
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দক্ষিণ দিনাজপুরে শক্তি বাড়ালো আসাদউদ্দিন ওয়াইসির দল মিম।
২৬ এর বিধানসভা নির্বাচন কে পাখির চোখ করে কোমর কোষে নেমেছে সর্ব ভারতীয় মিম( অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমীন) পার্টি ।
হায়দ্রাবাদের এই দলটি দেশের একাধিক রাজ্যে নিজেদের সংগঠন বিস্তার করে বিভিন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন। প্রসঙ্গত গত ২০২১ এর বিধানসভা নির্বাচনে রাজ্যের মাত্র ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল মিম।
কিন্তু এবার তাদের নজর বাংলার শতাধিক আসনে। আজ বিকেল ৩ টা নাগাদ দ:দিনাজপুর জেলার ৪২ নং হরিরামপুর বিধানসভার অন্তর্গত সৈয়দপুর অঞ্চল এলাকায় মিম পার্টির সাংগঠনিক সভা হয়। যেখানে জেলার সাধারণ জনসাধারণের একাধিক দাবি নিয়ে খুব শীঘ্রই অধিকার যাত্রা শুরু হবে বলে দাবি দলের নেতৃত্বের।
যেখানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি উম্মেদ আলী খান, জেলা সহ সভাপতি হায়দার আলী, হরিরামপুর ব্লক নেতা মেহেদী হাসান , মাবুদ হাসান সহ একাধিক নেতৃত্বগন। এদিন প্রায় ৩০ জন তৃণমূল ও সিপিএম ছেড়ে মিম পার্টিতে যোগদান করলেন।












Leave a Reply