
কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- কোচবিহার ল্যান্সডাউন হলে কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার ৭৫তম বর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হলো স্মারক গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান।
এই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে জেলা ক্রীড়া সংস্থার দীর্ঘ দিনের ক্রীড়া ঐতিহ্য ও ইতিহাসকে স্মরণ করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দে ভৌমিক, প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়, জেলা ক্রীড়া সংস্থার সদস্য বিমান বিশ্বাস সহ সাহিত্য জগতের বিশিষ্টজনেরা।
বক্তারা তাঁদের বক্তব্যে কোচবিহার জেলার ক্রীড়া ইতিহাস, ক্রীড়াবিদদের অবদান এবং আগামী দিনে যুব সমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করার উপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানের শেষে আনুষ্ঠানিকভাবে স্মারক গ্রন্থের প্রকাশ করা হয়।












Leave a Reply