
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বর্তমান রাজ্য সরকারের একাধিক দুর্নীতির অভিযোগ তুলে “বাংলা বাঁচাও” বার্তা নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের ধলহারার ঝলকা ব্রিজ হয়ে কেশপুর পর্যন্ত মিছিল করলো সিপিআইএম নেতৃত্ব। জানা গিয়েছে সোমবার এই মিছিলে কয়েক হাজার সিপিআইএম কর্মী সমর্থক পা মিলিয়েছেন,এইদিন প্রায় ১২ কিলোমিটার এই মিছিল করে কেশপুরে পথসভার মাধ্যমে শেষ হয় এই কর্মসূচি।এই দিন এই মিছিলে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক বিজয় পাল, রাজ্য কমিটির সদস্য তাপস সিংহা,বর্ষিয়ান সিপিআইএম নেতা তরুণ রায় সহ স্থানীয় সিপিআইএম নেতৃত্ব।












Leave a Reply